বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের তিন মাসে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে এবং তাদের সহযোগিতা করলে তারা যথাযথ সময়েই নির্বাচন আয়োজন করবে। তিনি আশা প্রকাশ করেন, তারা নির্বাচনের আয়োজন করবেন যাতে জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে।
৭ নভেম্বর, বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা স্মরণ করে বলেন, “৭ নভেম্বরের বিপ্লব ছিলো দেশের দেশপ্রেমিক সৈনিক ও জনগণের শক্তির বিজয়, যারা আবারও আধিপত্যবাদ ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা করেছিল।” তিনি আরও বলেন, “৭ নভেম্বরের পর বাংলাদেশের রাজনীতি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি হয়ে উঠেছিল। সিপাহি জনতার বিপ্লবের পর জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, তখন তিনি দেশের সামগ্রিক অবস্থায় পরিবর্তন আনেন।”
‘সেই সময় জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে বহদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন। তিনি রুদ্ধ বাজার অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তর করেন। ফলে বাংলাদেশে নতুন অর্থনীতির সম্ভবনা সৃষ্টি করেন।’
বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতি জিয়াউর দায়িত্ব নেয়ার পর জাতীয়বাদী দল ও জাতীয়তাবাদ দর্শন সৃষ্টি করেছেন। এই দর্শনে দীর্ঘকাল দলটি গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করছে। দেশনেত্রী খালেদা দীর্ঘ সংগ্রামে দলটি তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসছে।
ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার বিএনপিকে নানাভাবে ষড়যন্ত্র করেছে নির্যাতন করেছে। এই আওয়ামীলীগ প্রায় ৬০ লাখের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৭শত মানুষকে গুম করে হাজার হাজার মানুষকে হত্যা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো।
‘কিন্তু আল্লাহর অশেষ রহমতে ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৃতীয়বারের মত এই দেশে আধিপত্যবাদকে পরাজিত করা হয়।
মির্জা ফখরুল বলেন, আজকে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছে শ্রদ্ধা জানিয়েছি ও শপথ করেছি আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিবো এরজন্য প্রয়োজনে আরো বেশি শক্তিশালী আন্দোলন করবো।
অন্তবর্তীকালীন সরকারের তিনমাস পূর্ণ হয়েছে তারা কি কার্যকরী কোন পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই-অবশ্যই-অবশ্যই তারা অনেকগুলো কাজ করছে। আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা সকল সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে একটা যোক্তিক সময়ে নির্বাচন দিতে সক্ষম হয় তাহলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে।