গতকাল শুক্রবার (৮/১১/২৪) রাত ৯ ঘটিকায় রাজধানীর মিরপুর ১১ সাংবাদিক প্লটে ঢাকা মহানগর সিএনজি চালক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভাটি আয়োজন করেন শেখ হানিফ(আহ্বায়ক), মোঃ গোলাপ হোসেন সিদ্দিকী (সদস্য সচিব ) এবং আব্দুল মান্নান (যুগ্ন আহ্বায়ক) সহ আরো অনেকে। এতে ঢাকা মহানগরের সকল থানার সিএনজি ঐক্য পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য পেশ করেন। ঢাকা মহানগর এর সিএনজি অটোরিক্সা চালকরা সিএনজি অটোরিক্সা মালিকদের দ্বারা নানা রকম জুলম নির্যাতনের শিকার হয়ে আসছে বিগত সময় থেকে।২০১৫ সালের সরকার নির্ধারিত গ্যাজেট অনুযায়ী দৈনিক জমা ৯০০ টাকা হলেও ঢাকা মহানগরের অধিকাংশ সিএনজি অটোরিক্সা মালিকরা দৈনিক জমা ১১০০ থেকে ১৩০০ টাকা বা তার অধিক নিচ্ছে এবং এতে করে অটোরিক্সা চালকরা দিন শেষে তাদের যে আয় হচ্ছে তাতে করে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে।

ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা চালক ঐক্য পরিষদের পক্ষ থেকে তারা সিএনজি অটোরিক্সা মালিক পরিষদ এবং সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা ছয় দফা দাবি পেশ করেন:
১ আই۔এল۔ও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।
২ বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রো সিএনজি অটোরিক্সার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করতে হবে।
৩ প্রশাসন কর্তৃক মিটার মামলাসহ সকল রূপের চালক হয়রানি বন্ধ করতে হবে।
৪ পার্কিং এর জন্য পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে।
৫ লেন/বাইলেন করে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চললল করতে দিতে হবে।
৬ সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর শ্রমিকস্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

অটোরিক্সা পরিষদের আহ্বায়ক শেখ হানিফ বক্তব্য দিতে গিয়ে বলেন,ঢাকা শহরের প্রায় ৫০ হাজার সিএনজি অটোরিক্সা চালক প্রতিদিন ১ কোটি মানুষের যাত্রী সেবায় নিয়োজিত।সিনজি অটোরিক্সা মালিকগণ আইন বহির্ভুতভাবে আমাদের সিএনজি চালক ভাইদের কাছ থেকে প্রতিদিন জম ঢাকা শহরের প্রায় ৫০ হাজার সিএনজি অটোরিক্সা চালক প্রতিদিন ১ কোটি মানুষের যাত্রী সেবায় নিয়োজিত।সিনজি অটোরিক্সা মালিকগণ আইন বহির্ভুতভাবে আমাদের সিএনজি চালক ভাইদের কাছ থেকে প্রতিদিন জমা ৯০০ টাকার বদলের কেউ ১১০০/১২০০/১৫০০শ টাকা করে নিচ্ছে এবং এই ব্যাপারে প্রতিবাদ করতে গেলে চালকদের চাকুরিচ্যুত করা হয়।২০১৫ সালে ঢাকা মেট্রো সিএনজি অটোরিক্সার মিটারের রেট নির্ধারণ করা হয়েছিল।এর পর গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে।চাল, ডাল ,তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে।এক্ষেত্রে সরকারের নির্ধারিত দৈনিক জমা এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয় নাই।তাই আমাদের এই ছয় দফা দাবি অনতিবিলম্বে কার্যকর করতে হবে নাহলে আমরা ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা চালকরা আরো কঠোর ভাবে আন্দোলন শুরু করবো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন,আমাদের পল্লবী থানার সিএনজি অটোরিক্সার মালিক রনি,সালাউদ্দিন,পাপ্পু ,সুশেন,
সাকির এবং ফয়সাল এরা সরকার এর আইন বহির্ভুত ভাবে দৈনিক জমা ১২০০শ থেকে ১৫০০শ টাকা নিচ্ছে শুধু তাই নয় তারা বিভিন্নভাবে চালকদের প্রতি অন্যায় জুলুম চালাচ্ছে।এদের বিরুদ্ধে দ্রুত আইনের নিয়ম অনুযায়ী দৈনিক টাকা জমা নেয়ার পদক্ষেপ নেয়ার ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তিনি।