পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত আসমা সুলতানা যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।