১৮ ডিসেম্বর, ২০২৪lastnewsbdEnglish Highlightsচট্রগ্রাম নিউজফটো গ্যালারিগনমাধ্যমঅর্থনীতিজাতীয়রাজনীতিমতামতআইন-আদালতস্বাস্থ্যতথ্যপ্রযুক্তিবিনোদনচাকরি খবরলাইফস্টাইলজেলার খবরআন্তর্জাতিকখেলারাজধানীপ্রশাসনশিক্ষাপ্রবাসধর্মবার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন জয়নুল আবেদীনপ্রকাশিত: ৭:২৬:০০ অপরাহ্ণ, ১৮ ডিসেম্বর, ২০২৪imgঅ্যাডভোকেট জয়নুল আবেদীনলাস্টনিউজবিডি, ১৮ ডিসেম্বর: আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বার কাউন্সিল।বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৬(৩) ধারা অনুযায়ী গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বার কাউন্সিলের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।বার কাউন্সিল সভায় নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বিএনপির ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন।