বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসের ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন।অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র-সামগ্রী এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে শক্তিশালী হচ্ছে। এই প্রক্রিয়াকে আরও বেগবান এবং আধুনিকায়ন করার লক্ষ্যে আমি কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।”এ সময় তিনি আরও বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরও প্রস্তুত থাকতে হবে। আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলতে হবে।”অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন এবং রেজিমেন্টের সদস্যদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।এদিকে, প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করে।