জুলাই-আগস্ট গণহত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার (২৬ জানুয়ারি) এ পরোয়ানা জারি করেন। গত বছরের ৫ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত র্যাবের ডিজি ছিলেন হারুন অর রশিদ, এবং তার বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়েছে।অভিযোগের মধ্যে রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করা, নির্বিচারে মানুষ হত্যা, প্ররোচনা এবং অধঃস্তনদের বাধা না দেওয়ার মতো কার্যক্রম। প্রসিকিউশন এরই মধ্যে এসব অভিযোগের ওপর তদন্ত চালিয়ে আসছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে প্রমাণ হাজির করেছে।অপরাধ সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ থাকার কথা জানিয়ে র্যাবের সাবেক এই ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। সেই আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।এদিকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এস আই আবদুল মালেক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদারকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।এর আগে, আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায়, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।