বিশ্বের প্রত্যেকটা দেশেই অন্যান্য দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাকে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ক্রয়- বিক্রয় ও শ্রম বিনিময় করে থাকে। আর এগুলো হয়ে থাকে বিভিন্ন দেশের মুদ্রার উপর ভিত্তি করে। ব্যবসা বাণিজ্যের লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে।লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের (৮ ফেব্রুয়ারি, ২০২৫) বিনিময় হার: মুদ্রার নাম বাংলাদেশি টাকাইউএস ডলার- ১২১ টাকা ৯৮ পয়সা।ইউরো- ১২৬ টাকা ১৩ পয়সা।পাউন্ড- ১৫১ টাকা ৪৯ পয়সা।ভারতীয় রুপি- ১ টাকা ৩৯ পয়সা।মালয়েশিয়ান রিঙ্গিত- ২৭ টাকা ৫২ পয়সা।সিঙ্গাপুরি ডলার- ৯০ টাকা ১৩ পয়সা।সৌদি রিয়াল – ৩২ টাকা ৫৬ পয়সা।কানাডিয়ান ডলার – ৮৫ টাকা ৪৪ পয়সা।কুয়েতি দিনার – ৩৯৫ টাকা ৮১ পয়সা।অস্ট্রেলিয়ান ডলার- ৭৬ টাকা ৫৩ পয়সা।
প্রতিবেদক-রাসেল