মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। ইরান ইসরায়েলের দিকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে কাজ করছে।তাৎক্ষণিকভাবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে তেল আবিব ও জেরুজালেম শহরে সতর্কতা সাইরেন বেজে উঠেছে।বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ইরান বলেছে, এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক জবাব’।