রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক কমিটির এক অবস্থান কর্মসূচিতে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন। দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি উন্নতি না করতে পারলে বিএনপি’র সমর্থন হারাবে এই সরকার। নির্বাচন দিতে যত বিলম্ব করবে এই সরকার, ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র ততই বাড়বে।জয়নুল আবদিন ফারুক তিনি আরো বলেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা রয়েছে। তাদেরকে রেখে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে টোকাই ধরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না।ধানমন্ডির ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনো বাড়ি বা স্থাপনা থেকে গুম ও খুনের নির্দেশ দেয়া হয়। আর সে বাড়ি বা স্থাপনা যতই স্মৃতি বিজড়িত হোক না কেন, সে সব বাড়ি বা স্থাপনা ধ্বংস করে দেওয়াটাই ঠিক হয়েছে বলে আমার মনে হয়।