ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি সবার প্রতি বোরকা পরার আহ্বান জানিয়েছেন। একটি নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।অনুষ্ঠানে অহনা বলেন, “আমার কাছে ঢিলেঢালা পোশাক সব সময়ই ভালো লাগে। একটু ফ্যাশনেবল ও কমফোর্টেবল বোরকা যারা পরতে চান, তারা নাজাতের শোরুমে ঘুরে আসতে পারেন। ভালো লাগবে।”এ সময় তিনি বোরকা পরে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলেও জানান।প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন অহনা রহমান। ইতোমধ্যে তিনি পবিত্র ওমরাহ পালন করেছেন এবং ঘোষণা দিয়েছেন যে আপাতত শোবিজ থেকে দূরে থাকবেন।