লন্ডনের বিএনপির সভাপতি এম۔এ মালেকের বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমেদ চৌধুরী স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে দলীয় নানাবিধ কর্মসূচি নিয়ে কিছুটা ব্যস্ত হয়ে পড়েছেন। আজ বিকেল পাঁচ ঘটিকায় তিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর আমন্ত্রণে তার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। সেখানে রুহেল লুৎফুজ্জামান বাবরের শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং লন্ডনে তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের কর্মসূচি সম্পর্কে মত বিনিময় করেন। লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারাবাস বরণের পর মুক্ত হয়ে বর্তমানে দলীয় কর্মকাণ্ড নিয়ে কাজ করা শুরু করেছেন।