যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারাই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে। দেশের মানুষ এ পদ্ধতির সঙ্গে পরিচিত নয়, কারণ তারা এটি কখনো অনুশীলন করেনি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ডা. জাহিদ হোসেন বলেন, জনগণ সরাসরি তাদের প্রতিনিধি দেখতে চায়। তারা চায় প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকুক ও জবাবদিহি করুক।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না। সুতরাং, যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, তারাই এ পদ্ধতির কথা বলে।তিনি আরও বলেন, ধমক দিয়ে দেশের মানুষকে দমন করা যাবে না। অতীতেও এটি সম্ভব হয়নি। আজকে নির্বাচন নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। যারা নির্বাচন হতে দিতে চায় না, তাদের কথায় ষড়যন্ত্র ও স্বৈরাচারের পদধ্বনি শোনা যায়।ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, ড্যাবের নির্বাচন একটি মাইলফলক। নির্বাচন পরবর্তী আমরা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের পক্ষে কথা বলে। ড্যাব একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে।এসময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. খালেকুজ্জামান দিপু সহ অন্যান্য নেতারা।