যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় বিএনপির স্থগিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনিকে খুলনা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে খুলনা শহরের রোজ গার্ডেন হোটেল থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।ডিবি পুলিশ জানায়, আটকের পর যৌথবাহিনী জনির ইকোপার্কসহ নওয়াপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের কর্ণধার শাহনেওয়াজ কবীর টিপুকে অপহরণের পর কণা ইকো পার্কে বালুতে পুঁতে অস্ত্রের মুখে জিম্মি করে ২ কোটি টাকা আদায় করা হয়। এর আগে ২ সেপ্টেম্বর অস্ত্রের মুখে আটকে আরও ২ কোটি টাকা চাঁদা আদায় করা হয়। ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন চলতি বছরের ২ আগস্ট অভয়নগর থানায় জনিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন এবং একই অভিযোগ স্থানীয় সেনা ক্যাম্পেও জানান।এ ঘটনায় এর আগেই মামলার আসামি ডিশ ব্যবসায়ী মিঠু ও জনির বাবা কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন বাকি তিন আসামি—পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একটি ধর্মভিত্তিক দলের সদস্য মফিজুর রহমান দপ্তরী এবং গরু হাটখোলার সৈকত হোসেন হিরা।স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জনি বেপরোয়া হয়ে ওঠেন এবং জমি দখল, লুটপাট, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। তার বাহিনীর ভয়ে অন্তত দুজন ব্যবসায়ী এলাকা ছেড়ে চলে গেছেন