বাগেরহাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, হাদিউজ্জামান হিরো, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদল নেতা সুজন মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।পরে মাওলানা সিদ্দিকুর রহমানের পরিচালনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিভিন্ন সময়ে রাজপথে নিহত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাতের জন্য দোয়া-মোনাজাত করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপি ও বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।