বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনার আমলে মনে করিনি আমাকে মেরে ফেলবে, কিন্তু এরা আমাকে মেরে ফেলতে চায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ফজলুর রহমান বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর যখন বিএনপির দশ লাখ লোকের জমায়েত দশ মিনিটে ভেঙে দিলো; সবাই যখন জেলখানায়, অনেকে পালিয়ে গেল, লাখ লাখ কর্মী যখন জীবনের ঝুঁকি নিয়ে যখন আসামী হয়ে গেল, আমি ফজলুর রহমান তখন প্রতিদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি।তিনি বলেন, স্ত্রীকে বলেছি তুমি বিধবা হবা, সন্তানদের বলেছি তোমরা এতিম হবা, কিন্তু আমি ঘর থেকে পালাবো না। সেই সময় আমার মনে হয়েছে যে শেখ হাসিনা সরকার আমার মতো একজন সিনিয়র উকিলকে অন্তত মারবে না। কিন্তু এখন প্রতি মুহূর্তে মনে হয় সরকারের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, জামায়াত-শিবিরের পক্ষ থেকে আর ওই যে ইউটিউবার থাকে ফ্রান্সে, তার পাসে বসে একজন বলছে ফজলুর রহমানকে হত্যা করা এখন ফরজ হয়ে গেছে। আর ছেলেরা বলছে তার উপরে মব জাস্টিস চলবে, মব জাস্টিস মানে আমার মৃত্যু।এইটা কিন্তু তখন ছিল না। প্রবীণ এই রাজনীতিবিদ আরো বলেন, শেখ হাসিনার আমলে আমি মনে করি নাই যে আমাকে মেরে ফেলবে। আমি মনে করেছি আমাকে জেল খানায় নিয়ে যাবে কোনদিন জামিন দিবে না। কিন্তু এরা আমাকে মেরে ফেলতে চায়।