ইসলামে, হারাম মানে হল আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বা পরিত্যাজ্য কাজ। এটি ইসলামের পাঁচটি মৌলিক বিধানের (أحكام الخمسة) একটি, যা মানুষের কর্মের নৈতিকতাকে সংজ্ঞায়িত করে। হারাম কাজগুলো থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং এর হিসেবে পরকালে শাস্তির কথাও বলা হয়েছে। ইসলামে হারাম কাজগুলোর মধ্যে রয়েছে:পাপ কাজ:মানুষ হত্যা, চুরি, ডাকাতি, মদ্যপান, সুদ, ঘুষ, ধর্ষণ, ব্যভিচার, মৃত পশুর মাংস খাওয়া ইত্যাদি। অন্যায় সম্পর্ক:বিবাহ বহির্ভূত শারীরিক বা মানসিক সম্পর্ক স্থাপন করা। অশ্লীলতা:অশ্লীল কথাবার্তা, গান-বাজনা, এবং যে কোনো ধরণের অশ্লীলতা। হারাম উপার্জন:হারাম উপায়ে অর্থ উপার্জন করা, যেমন চুরি, সুদ, ঘুষ ইত্যাদি। অন্যের ক্ষতি করা:কারও মনে কষ্ট দেয়া, গীবত করা, বা কারো ক্ষতি করার উদ্দেশ্যে কাজ করা। ইসলামে হালাল (বৈধ) এবং হারামের (নিষিদ্ধ) মধ্যে স্পষ্ট পার্থক্য করা হয়েছে এবং এর ভিত্তিতে জীবনযাপন করার নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তা’আলা কুরআন শরীফে হালাল ও হারামের বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং এর গুরুত্ব তুলে ধরেছেন।