চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট সংলগ্ন স্টেশন রোড এলাকায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন লেগেছে।সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন পুরোপুরি নেভানো হয়েছে।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, সকালে মোটেল সৈকতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন পুরোপুরি নেভানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।