কয়েক মাস আগেই রটে গিয়েছিল পরিণীতি চোপড়া নাকি মা হতে চলেছেন। এমনকী, বিমান বন্দরে, নানা ফিল্মি পার্টিতে ঢিলেঢালা পোশাক পরায় পরিণীতিকে নিয়ে নানা গুঞ্জনও শুরু। কিন্তু, প্রতিবারই সে খবর নাকচ করে এসেছেন এ অভিনেত্রী।তবে এবার সে গুঞ্জনের আগুনে আরও বারুদ ঢাললেন পরিণীতি চোপড়ার স্বামী তথা কংগ্রেস নেতা রাঘব চাড্ডা। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এসেই গোপন খবর ফাঁস করলেন রাঘব।কপিল শর্মার শোয়ে পরিণীতি চোপড়ার সঙ্গে হাজির হয়েছিলেন রাঘব। দাম্পত্য জীবন নিয়ে কপিলের নানা মজার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন দুজনে মিলে। ঠিক তখনই মুখ ফসকে রাঘব বলে ফেললেন, চিন্তা নেই আপনাদের। খুব শীঘ্রই আমরা সুখবর দেব। যে খবর নিয়ে শোরগোল, সে খবরই দেব!স্বামীর কথা শুনে চোখ বড় হয়ে যায় পরিণীতির। অন্যদিকে কপিল কিন্তু গুঞ্জনকে উসকে দিলেন হেসে হেসেই।এদিকে, ওই ঘটনার মাস খানেকের মধ্যেই, সোমবার (২৫ আগস্ট) সুখবর দিলেন পরিণীতি। কোলে আসছে সন্তান। অভিনেত্রী সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন। তার উপর লেখা, এক যোগ এক সমান সমান তিন। পাশপাশি অভিনেত্রী লেখেন, আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।