ভোলার দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে হত্যার অভিযোগে তার ১৭ বছর বয়সী বড় ছেলে রেদোয়ানুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবার অতিরিক্ত ও কঠোর শাসনের প্রতি তীব্র ক্ষোভ এবং তা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষাই এই নির্মম হত্যাকাণ্ডের মূল কারণ বলে জানিয়েছে পুলিশ।