বলিউড সুপারস্টার সালমান খান কবে বিয়ে করবেন, তা জানার আগ্রহ অনেকের। এবার বিয়ে নয়, দ্রুতই বাবা হতে চান বলে জানালেন বলিউডের ‘ভাইজান’।
সম্প্রতি বলিউডের দুই অভিনেত্রী কাজল মুখার্জি ও টুইঙ্কেল খান্নার চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানেই তিনি এ কথা বলেন। সালমানের সঙ্গে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বলিউডের আরেক সুপারস্টার আমির খান।
শো-তে বাবা হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে সালমান খান বলেন, ‘আমি এখন বাবা হতে চাই এবং দ্রুতই হব।’
ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বলেন, ‘যখন একজন সঙ্গী অন্যজনের তুলনায় বেশি উচ্চতায় পৌঁছে যায়, তখনই সম্পর্কে ব্যবধান শুরু হয়। কোনো একজন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। তাই আমি মনে করি, দুজনেরই একসঙ্গে বড় হওয়া উচিত। কেউ যেন কারও ঘাড়ে নিশ্বাস না ফেলে, সেদিকে নজর দেওয়া উচিত।’
সালমান খানকে নিয়ে শোয়ে কথা বলেন আমির খান। তিনি সালমানের সঙ্গে বন্ধুত্ব শুরুর প্রেক্ষাপটও তুলে ধরেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, ‘যখন আমার প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিচ্ছেদ হলো, তখন প্রথমবারের মতো সালমান আমার বাড়িতে এসেছিল। আমাদের বন্ধুত্ব গাঢ় হলো। তার আগে আমি মনে করতাম, সালমান নিয়মানুবর্তী নয়, বিশেষ করে ‘‘আন্দাজ আপনা আপনা’ শ্যুটিংয়ের সময় আমাদের মাঝে কিছু ঝামেলা তৈরি হয়েছিল।’