আজ (২ অক্টবর ) ঢাকা বনানীর কাঁচা বাজার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখলদার কারীদের হাত থেকে উদ্ধার করা হচ্ছে ফুটপাত। এই অভিযানে মাঠে নেমেছে পুলিশসহ বনানী সোসাইটির পরিচ্ছন্ন কর্মী ও সোসাইটি পুলিশ কর্মকর্তা কর্মচারীরা। তাদেরকে মাঠে নামিয়েছে উপরস্থ কর্মকর্তারা। এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডাবের, চা- স্টল, ও বেশ কিছু খাবারের দোকান। দোকানগুলো সরানোর কারণে দোকান মালিকদের কাছ থেকে কিছু পাল্টা কমেন্ট আসলেও খুশি হচ্ছে এলাকার অন্যান্য দোকানদারেরা ও পথচারীরা। এলাকার পথচারীরা বলেন, কিছুদিন পরে পরে এখানকার ফুটপাতের দোকানগুলো উচ্ছেদ করা হলেও, ঠিক সপ্তাহ ১০ দিন পরে তারা আবার এসে দোকান শুরু করবে। এমনটি হওয়ার কারণ জানতে চাইলে তারা বলে, অতীতেও তাদেরকে অনেকবার উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু ঠিক তারা কিভাবে এখানে এসে আবার দোকানদারি শুরু করে আমরা তা জানি না। এবার দেখা যাক কতদিন ঠিক থাকে। এবং দোকানদারের কাছে এই ফুটপাতে দোকান করার প্রক্রিয়া জানতে চাইলে, তারা সাংবাদিকের এ প্রশ্ন এড়িয়ে চলে। একপর্যায়ে তারা বিরক্তি প্রকাশ করে। এই অভিযান প্রশাসন শুরু করেছে বেশ কিছুদিন আগে থেকে। পুলিশ জানায় অভিযান চলমান থাকবে।
প্রতিবেদক:রাসেল