দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। অধিকারের নামে কোনো অপরাধ সমাজে স্বীকৃত না হোক সে বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্টটি দেন আজহারী।
তিনি লেখেন, অধিকারের নামে কোনো অপরাধ সমাজে স্বীকৃত না হোক। মৃত সাগর কালের সাক্ষী হয়ে আজও বহমান।
মাওলানা মিজানুর রহমান আজহারী ওই পোস্টে একটি হাদিস উল্লেখ করে লেখেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বিষয়টি আমি আমার উম্মতের মাঝে ছড়িয়ে পড়ার সর্বাধিক ভয় করি তাহলো কওমে লুতের স্বভাব। (তিরমিজি: ১৪২৭)।
কওমে লুতের স্বভাব দ্বারা তিনি বুঝিয়েছেন সমকামিতা। শয়তানের জঘন্যতম একটি মন্দকর্ম হলো এটি। মহান আল্লাহ পবিত্র কোরআনে এ পাপাচারের ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন, অন্যদিকে এই পাপাচারে লিপ্ত গোষ্ঠীকে তিনি কীভাবে শাস্তি দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছেন সে সম্পর্কেও বলে দিয়েছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করি। এটা এতোই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতেই পেয়েছিল।
মহান আল্লাহ বলেন, ‘আমি লুত (আ.) কে পাঠিয়েছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ কখনও করেনি। তোমরা কামপ্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ। প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। (সুরা আরাফ: ৮০-৮১)
আল্লাহর নবী লুত আলাইহিস সালাম তাদের বারবার সমকামিতার মতো পাপাচার থেকে দূরে সরে আসতে বলেছেন, কিন্তু তারা নবীর কথা না শুনে উল্টো তাকে কষ্ট দেয়। কোরআনে আল্লাহ বলেন, তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে, বের করে দাও এদেরকে শহর থেকে। এরা খুব সাধু থাকতে চায়। (সুরাতুল আরাফ আয়াত নম্বর ৮২)। আল্লাহর নবীর বিরোধিতা করে তাদের পাপাচারে সহযোগিতা করতেন লুত আ.-এর স্ত্রী। ফলে আল্লাহ তাআলা একদিন ভোর বেলা তাদের ভয়ংকর ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন। ভূমিকম্প এতো শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায়।