বাংলাদেশ সরকারের অধীনে পরিচালিত অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির আওতায় ই-পেমেন্ট সেবা দিচ্ছে ‘একপে’।
‘একপে’ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যথাযথ অনুমতি না নিয়ে লাইসেন্স ছাড়াই সেবা পরিষেবা দিচ্ছে, যা ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট-২০২৪’-এর স্পষ্ট লঙ্ঘন বলে জানা গেছে।
এই এটুআই কর্মসূচি ইউএনডিপি’র সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতর থেকে পরিচালিত হচ্ছে। এটি বিগত সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ এজেন্ডার বিশেষ কর্মসূচি হিসেবে পরিচালিত হয়ে এসেছে।
এই ‘একপে’ পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) কোনো লাইসেন্স গ্রহণ না করেই ২০১৯ সাল থেকে পরিচালিত হচ্ছে। অথচ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোম্পানি বাংলাদেশ ব্যাংক থেকে যথোযুক্ত লাইসেন্স গ্রহণ ছাড়া এ ধরনের অর্থনৈতিক পরিষেবা চালিয়ে যেতে পারে না। এ পরিষেবার জন্য ২০২৪ সালের জুলাই মাসে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিল-২০২৪ পাস হয়।