বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে আছেন লামিনে ইয়ামাল। কিন্তু সবশেষ ম্যাচে দেখা যায় ভিন্ন ঘটনা। আলাভেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ হান্সি ফ্লিক। বেঞ্চে বসে দৃশ্যত ক্ষুব্ধ মনে হচ্ছিল তাকে। বিষয়টি নজর এড়ায়নি কারও। স্প্যানিশ উইঙ্গার বললেন, তাকে তুলে নেওয়ার কারণে নয়, বরং নিজের পারফরম্যান্সে হতাশ ছিলেন তিনি।
লা লিগায় গত রোববার আলাভেসের বিপক্ষে ম্যাচে ৩২ মিনিটের মধ্যেই রবের্ত লেভানদোভস্কির হ্যাটট্রিকে ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৬৭তম মিনিটে ইয়ামালকে তুলে আনসু ফাতিকে নামান কোচ। তুলে নেওয়ার পর বিরক্ত মনে হচ্ছিল ইয়ামালকে। এর দিন পাঁচেক আগে চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়ার পরও একইরকম দেখা গিয়েছিল তাকে।
উয়েফা নেশন্স লিগে আসছে দুই ম্যাচ সামনে রেখে এখন স্পেন জাতীয় দলের সঙ্গে আছেন ইয়ামাল। স্পেনের জাতীয় রেডিও আরএনই-এর সঙ্গে আলাপে আলাভেস ম্যাচে অমন প্রতিক্রিয়ার ব্যাখ্যা দিলেন ১৭ বছর বয়সী উইঙ্গার। বললেন, দলকে সাহায্য করার জন্য আরও ভালো করা উচিত ছিল তার।
“রাগের চেয়েও বেশি, আমার নিজের খেলায় খুশি ছিলাম না আমি। মনে হয়েছিল, আরও ভালো খেলতে পারতাম। নিজের কাছ থেকে আমি অনেক কিছু চাই এবং এটিই আমাকে শতভাগ দিয়ে খেলার জন্য অনুসরণ করতে হবে।”
ম্যাচের পর কোচ ফ্লিকের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানান ইয়ামাল।
“তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, কেন আমি অমন ছিলাম, তুলে নেওয়ার কারণে নাকি অন্যকিছু। আমি তাকে বলেছিলাম, এটি আমার কারণে, আমার মনে হয় না, দলকে সাহায্য করতে পেরেছি। আমি আরও সাহায্য করতে পারতাম… তাকে বলেছি, পরের ম্যাচে শতভাগ দেব।”
চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ইয়ামালের গোল ও অ্যাসিস্ট সমান ৫টি করে।