ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি কার্ভাড ভ্যান বোঝাইকৃত ৫০ টি ভারতীয় কম্বলসহ গ্রেফতার ৩।জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম এর নির্দেশে ডিবি ওসি সহিদুল ইসলাম’র দিকনির্দেশনায় অফিসার ফোর্সসহ অভিযান করে নগরীর শম্ভুগঞ্জ টোল প্লাজার সাথে মোস্ত মিয়ার গাড়ীর গ্যারেজ এর সামনে থেকে বুধবার (৯ অক্টোবর) চোরাকারবারী মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি কার্ভাড ভ্যান বোঝাইকৃত ৫০ টি ভারতীয় কম্বলসহ ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলো- আব্দুল্লাহ আল মামুন (৩১), আঃ আওয়াল (২৫), নজরুল ইসলাম (২৫)। আব্দুল্লাহ আল মামুন, হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে, আঃ আওয়াল, শেরপুর, সুর্যদ্দী গ্রামের খোশ মাহমুদের ছেলে,নজরুল ইসলাম, শেরপুর সদরের বাটপাড়া গ্রামের আঃ মালেক মিয়ার ছেলে। ডিবি ওসি বলেন, ভারতীয় কম্বল অবৈধভাবে নিয়ে আসার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।উদ্ধারকৃত একটি কার্ভাড ভ্যান বুঝাই ৫০ টি ভারতীয় কম্বল উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।