ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর প্রকাশ্যে এলো জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।সদ্য প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে বিবৃতি দিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদকের নাম জানা যায়।শুক্রবার রাত ৮টার দিকে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে এক ফেইসবুক পেজে ওই বিবৃতি প্রকাশিত হয়, যেখানে সই করেছেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক মো. ইব্রাহীম আলী।
এমন আত্মপ্রকাশের প্রসঙ্গে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন দাবি করেছেন অনেক আগে থেকেই ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালু ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেটি জানত।তিনি নিউজ টোয়েন্টিফোর বিডি কে বলেন, “ক্যাম্পাসে আমাদের কার্যক্রম চলছে অনেক আগে থেকেই, তাই এটাকে আত্মপ্রকাশ বলা যাবে না।“প্রতি বছরের শুরুতেই আমাদের কমিটি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিষয়ে অবগত ছিল। আমাদের কমিটির বাকিরাও খুব শিগগিরই সামনে আসবে। তাদের পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক পরিচয়সহ আমরা প্যাডে প্রকাশ করব।”